• সর্বশেষ আপডেট

    নাগরিকত্ব আইন নিয়ে ভারতের সুপ্রিম কোর্টে শুনানি আজ


    ছবি- কলকাতা টাইমস


    ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি আজ (২২ জানুয়ারি)। এই আইনের বিরুদ্ধে ১৪৪টি আবেদনের উপর দেশটির প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে শুনানি হবে।

    এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আদালতে করা আবেদনগুলোতে দাবি করা হয়েছে, সংশোধিত নাগরিকত্ব আইন অবৈধ এবং সংবিধানের মূল কাঠামোর পরিপন্থী। এই আইন সাম্যের অধিকার পরিপন্থী, কারণ এটি ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব প্রদানের কথা বলে। গত ১০ জানুয়ারি থেকে কার্যকর হওয়া আইনটির প্রয়োগে স্থগিতাদেশ জারির আহ্বানও জানানো হয়েছে কিছু আবেদনে।

    আবেদনকারীদের তালিকায় রয়েছে রাজনৈতিক দল কংগ্রেস, ডিএমকে, সিপিআই, সিপিএম, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল), আসাদউদ্দিন ওয়াইসির অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন এবং কমল হাসানের মাক্কাল নিধি মায়াম।

    বেঞ্চের অন্য দুই বিচারপতি হলেন বি আর গাভাই এবং সূর্যকান্ত। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারকে এই আইন নিয়ে নোটিশ জারি করে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চেয়েছেন সুপ্রিম কোর্ট।


    প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারি, ২০২০