দিনের প্রথম ম্যাচে মাঠে মুখোমুখি চট্টগ্রাম-খুলনা
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আজ ৩৩তম ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ (৪ জানুয়ারি) দুপুর দেড়টায়।
এদিকে ৯ ম্যাচ খেলে ৬ জয়ে বিপিএলের পয়েন্ট টেবিলে তিন নম্বরে রয়েছে চট্টগ্রাম। এক ম্যাচ কম খেলে ৫ জয়ে ৪ নম্বরে রয়েছে খুলনা টাইগার্স। প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে দুই দলেরই জয়ের বিকল্প নেই এই ম্যাচে।
চলতি বিপিএলে দ্বিতীয়বারের মতো মুখোমুখি খুলনা টাইগার্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্রথম দেখায় শক্তিশালী চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৮ উইকেটে হারিয়েছে মুশফিকুর রহিমের খুলনা।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স:জুনায়েদ সিদ্দিকি ,লেন্ডল সিমন্স, চ্যাডউইক ওয়ালটন, রায়ান বার্ল, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটরক্ষক), নাসুম আহমেদ, লিয়াম প্ল্যাঙ্কেট, রুবেল হোসেন, মেহেদী হাসান রানা, পিনাক ঘোষ।
খুলনা টাইগার্স: মুশফিকুর রহিম, রাইলি রুশো, রবি ফ্রাইলিংক, নাজমুল হোসেন শান্ত, শামসুর রহমান শুভ, রহমানউল্লাহ গুরবাজ, মেহেদি হাসান মিরাজ, শফিউল ইসলাম, মোহাম্মদ আমির ও শহীদুল ইসলাম।
প্রকাশিত: শনিবার, ০৪ জানুয়ারি, ২০২০