• সর্বশেষ আপডেট

    এবার এক লাখ ৩৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন



    এবার  সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ৩৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার জন হজ পালনের সুযোগ পাবেন। এবারও শতভাগ হজযাত্রীর ইমিগ্রেশন ঢাকায় সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

    রবিবার (৫ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক শেষে কমিটির সভাপতি মো. হাফেজ রুহুল আমীন মাদানী সাংবাদিকদের এ তথ্য জানান।

    তিনি বলেন, সরকার সম্প্রতি এ বিষয়ে সৌদি সরকারের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।বৈঠকে আরও বলা হয়েছে, হজ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি ক্যালেন্ডার তৈরি করা হয়েছে।

    জানা যায়, কমিটি হজযাত্রীদের আরও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হজ মেডিক্যাল টিমে সহায়ক হিসেবে মেডিক্যাল ডিপ্লোমা সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করা হয়।



    প্রকাশিত: রবিবার, ০৫ জানুয়ারি, ২০২০