• সর্বশেষ আপডেট

    সভাপতি পদ হারাতে যাচ্ছেন অমিত শাহ



    ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি পদ হারাতে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে অমিত শাহর উত্তরাধিকারী হিসেবে বিজেপির সর্বোচ্চ পদে বসতে যাচ্ছেন কার্যনির্বাহী সভাপতি জেপি নাড্ডা।

    ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন জেপি নাড্ডা। নির্দিষ্ট দিনক্ষণ মেনেই ওইদিন তাকে অমিত শাহর স্থলাভিষিক্ত করার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে।

    ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিপুল ব্যবধানে জয়লাভের পর মোদি সরকারের মন্ত্রিসভায় সুযোগ পান বিজেপি সভাপতি অমিত শাহ। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। পাশাপাশি বিজেপির দায়িত্বও পালন করছেন।

    জানা যায়, লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তরপ্রদেশ রাজ্যের বিজেপির নির্বাচনী প্রচারণার দায়িত্বে ছিলেন জেপি নাড্ডা। সেখানকার শক্তিশালী সমাজবাদী পার্টি (এসপি) এবং বহুজন সমাজ পার্টির মহাজোটের বিরুদ্ধে বিজেপির জয় এনে দেন।

    তার শক্তিশালী ভূমিকার কারণে রাজ্যটির ৮০টি লোকসভা আসনের মধ্যে ৬২টিতেই জয় লাভ করেছিল বিজেপি। এছাড়া ২০১৪ সালে মোদি সরকারের প্রথম মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন জেপি নাড্ডা। বিজেপির সর্বোচ্চ সংসদীয় বোর্ডের সদস্যও ছিলেন তিনি।


    প্রকাশিত: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২০