• সর্বশেষ আপডেট

    সিরিয়া থেকে ৫০ টন সোনা পাচার করেছে মার্কিন বাহিনী



    মধ্যপ্রাচ্যের সিরিয়ায় চলমান যুদ্ধের মধ্যেই অন্তত ৫০ টন সোনা পাচার করেছে মার্কিন বাহিনী। 
    ইস্তাম্বুল ২৬/০২/১৯ তুর্কি সংবাদমাধ্যম দ্য ডেইলি সাবাহ জানায়, সিরিয়ার পূর্বাঞ্চলের দায়েস সন্ত্রাসী অঞ্চল থেকে ৫০ টনের বেশি সোনা কোবানিতে অবস্থিত নিজেদের ঘাঁটিতে স্থানান্তর করেছে মার্কিন বাহিনী। সিরিয়ার পিপলস প্রটেকশন ইউনিট (ওয়াইপিজি) বাহিনীকে স্বর্ণের সামান্য অংশের ভাগ দিয়েছে মার্কিন বাহিনী।
    স্থানীয় সংবাদমাধ্যম সানা এক প্রতিবেদনে দাবি জানান, সিরিয়ার দক্ষিণ হাসাকাহ অঞ্চলের আল-দাশশি অঞ্চল থেকে মার্কিন বাহিনী বিশাল বিশাল বাক্সগুলো দায়েশের স্বর্ণ দ্বারা বোঝাই করে।
    প্রতিবেদনে আরো বলা হয়, দায়েসের সন্ত্রাসীগোষ্ঠীর নেতারা নিয়মিত মার্কিন বাহিনীকে কোথায় কোথায় স্বর্ণ রয়েছে, সে তথ্য জানায়। পরে মার্কিন বাহিনী পরিকল্পনা মাফিক সেখান থেকে স্বর্ণ পাচার করে।

    এই সোনা মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থেকে কোবানিতে পরিবহন করা হয়েছিল বলে জানা গেছে।

    এদিকে ইরাকের মোসুল প্রদেশ থেকে দায়েশ সন্ত্রাসীদের দ্বারা চুরি হওয়া ৪০ টন সোনার বাট ও মার্কিন বাহিনী নিয়ে গেছে।

    স্থানীয় সূত্র যারা সরকার পরিচালিত সানা সংবাদ সংস্থার সাথে কথা বলেছিল, দাবি করেছে যে সৈন্যরা দক্ষিণ হাসাকাহের আল-দিশেহেহ অঞ্চল থেকে দায়েশের সোনা সম্বলিত বড়ো বাক্স সরিয়ে নিয়েছে।


    রিপোর্টে বলা হয়, মার্কিন সেনা কর্তৃক গ্রেপ্তার হওয়া দায়েশ সন্ত্রাসী নেতারা এই সোনার অবস্থান সম্পর্কে তথ্য সরবরাহ করেছিল বলে জানা গেছে।

    মার্কিন যুক্তরাষ্ট্রের সিরিয়ায় এখনও প্রায় ২ হাজার সেনা রয়েছে, যাদের মধ্যে অনেকে এসডিএফের সাথে নিবিড় সহযোগিতা নিয়ে কাজ করছেন।

    প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারি, ২০২০