• সর্বশেষ আপডেট

    স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ



    আক্রমণ-পাল্টা আক্রমণে কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিলো না কোন দল। নির্ধারিত সময় গড়িয়ে অতিরিক্ত সময়েও সেই একই ফলাফল। শেষ পর্যন্ত হার-জিত নির্ধারণে যেতে হয় টাইব্রেকারে। সেখানেই অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতেছে জিনেদিন জিদানের দল রিয়াল মাদ্রিদ।

    ফাইনালে দুই দলই ছিলো অপ্রতিরোধ্য। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও ম্যাচের ফলাফল না আসায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। কিন্তু টাইব্রেকারে একেবারেই সুবিধা করতে পারেনি অ্যাথলেটিকো। রিয়ালের পক্ষে দানি কারভাহাল ও রদ্রিগো প্রথম দুটি শটে গোল করেন। অন্যদিকে সাউল গোলপোস্টে বল মারলে ও থোমাস পার্টে সরাসরি থিবো কোর্তোয়ার হাতে বল তুলে দিলে ওখানেই থেমে যায় আতলেতিকো সব আশা।

    লুকা মড্রিচের গোলের জবাবে ট্রিপিয়ার লক্ষ্যভেদ করেন। তবে চতুর্থ শটে সার্জিও রামোস গোল করলে ম্যাচের নিষ্পত্তি হয়ে যায়।

    প্রকাশিত: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২০