গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
ঝালকাঠির নলছিটিতে
যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।মোঃ আল-আমিন, ঝালকাঠিঃ-ঝালকাঠির নলছিটি উপজেলার কয়ারচর গ্রামে
বাগান থেকে ফিরোজ আলম(৩৫) নামে এক যুবকের ঝুলন্ত
মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১জানুয়ারি, ২০২০) দিনগত রাতে এ
ঘটনা ঘটে। নিহত ফিরোজ আলম কয়ারচরগ্রামের চেরাগ আলীর পুত্র।
এলাকা বাসী সূত্রে
জানা যায়, পারিবারিককলহের জের ধরে
এ মৃত্যু
হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা
করা হচ্ছে। পারিবারিক ব্যাপার নিয়ে ফিরোজের সাথে তার পরিবারের মধ্যে প্রায়ই ঝগড়াঝাঁটি হতো। গত শুক্রবার পরিবারের
সাথে ফিরোজের বড় ধরনের;ঝগড়াঝাঁটি হয়। হয়তো এতে অভিমান করে ফিরোজ গলায় ফাঁস
দিয়েআত্মহত্যা করতে পারে।
পুলিশ সুত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরেই এই মৃত্যু হতে পারে। আমরা
তদন্ত করে দেখবো এই মৃত্যুর পিছনে অন্য কোন কারন আছে কিনা। এ মৃত্যুর
ব্যাপারে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থানেওয়া হবে বলে জানান থানা পুলিশ। পরে এলাকাবাসীর সহায়তায়
লাশউদ্ধার করে ময়নাতদন্দের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানোহয়েছে।
প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারি, ২০২০