• সদ্যপ্রাপ্ত সংবাদ

    গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী




    গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছান। কেন্দ্রীয় আওয়ামী লীগের নবনির্বাচিত নেতারা তার সঙ্গে রযেছেন।

    বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতের পর কেন্দ্রীয় আওয়ামী লীগের এক সভায় মিলিত হওয়ার কথা রয়েছে।




    প্রধানমন্ত্রী ও নব নির্বাচিত কেন্দ্রীয় নেতাদের আগমন ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে স্থানীয় নেতাকর্মীদের মাঝে। এরই মধ্যে পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

    প্রকাশিত: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২০