• সর্বশেষ আপডেট

    আইসিজেতে কাল মামলার রায় , রোহিঙ্গা গণহত্যা




    আইসিজেতে রোহিঙ্গাদের গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা গাম্বিয়ার মামলার আদেশ দেয়া হবে আগামীকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি)। নেদারল্যান্ডসের স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩ টায়) আদেশ দেবেন আন্তর্জাতিক বিচার আদালত। এই আদালতের প্রেসিডেন্ট আব্দুল কাউইম আহমেদ ইউসুফ এই আদেশ দেবেন। আন্তর্জাতিক বিচার আদালত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

    গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল ও বিচারমন্ত্রী আবু বকর তামবাদু গত ১১ নভেম্বর জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে এ মামলা করেন। মিয়ানমারের বিরুদ্ধে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ আনেন তিনি।

    আন্তর্জাতিক আদালতে মামলা নিষ্পত্তি হতে দীর্ঘ কয়েক বছর সময় প্রয়োজন। তাই মিয়ানমারের বিরুদ্ধে করা ওই মামলায় গাম্বিয়া মূল বিচার শুরুর আগে অন্তর্র্বতীকালীন পদক্ষেপের জন্য আইসিজের কাছে আবেদন করে। এ বিষয়ে গত ১০ থেকে ১২ ডিসেম্বর নেদারল্যান্ডসের হেগে শুনানি হয়।


    প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারি, ২০২০