• সর্বশেষ আপডেট

    ইরাকে আমেরিকার দূতাবাসে আবারো পরপর ৩টি রকেট হামলা




    ইরাকে আবারো রকেট হামলা করেছে ইরান। তিনটি রকেট আঘাত হানল ইরাকের রাজধানী বাগদাদের উচ্চ নিরপত্তার গ্রিন জোনে, মার্কিন দূতাবাসের খুব কাছে। 

    এই হামলায় পুরো এলাকায় মুহূর্তে বিপদ সংকেত বেজে ওঠে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সঙ্গে সঙ্গেই বেজে ওঠে সাইরেন। তবে কোনো হতাহতের খবর না পাওয়া যায়নি। খবর দ্য গার্ডিয়ানের।

    চলতি মাসের শুরুতে মার্কিন অভিযানে ইরানের জেনারেল কাসেম সোলেইমানির মৃত্যুর পর থেকে ক্ষোভের আগুন জ্বলে উঠেছে তেহরানে। 

    ইরাকে মার্কিন সেনাকে টার্গেট করে বেশ কয়েকবার হয়েছে রকেট হামলা। ইরাকে দুটি মার্কিন সেনাঘাঁটিতে এক ডজন মিসাইল হামলা চালায় তেহরান। মিসাইল হামলায় ৮০ জন মার্কিন সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে বলে দাবি করে ইরান। এই ঘটনায় এখনও কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। 


    প্রকাশিত: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২০