• সর্বশেষ আপডেট

    কোরআন ও হাদিসের আলোকে জুমা'র গুরুত্ব


    সপ্তাহে সাতদিনের মধ্যে শুক্রবার শ্রেষ্ঠ দিন এবং সাপ্তাহিক ঈদের দিন। কেননা এই দিনেই সবচেয়ে বেশি নেয়ামত আল্লাহ পাক মানুষকে দান করেন।  

    এ সম্পর্কে আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে ইরশাদ করেন,“হে মুমিনগণ! জুমার দিনে যখন নামাজের জন্য আজান দেওয়া হয়। তখন তোমারা আল্লাহর ইবাদতের জন্য দ্রুত যাও এবং বেচাকেনা বন্ধ কর। এটা তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বোঝো।” (সুরা জুমা, আয়াত: ৯)

    হাদিস শরিফে এ সম্পর্কে বলা হয়েছে আরো অনেক স্পষ্ট কথা। হজরত তারিক ইবনে শিহাব (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন, নবী কারিম সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “ক্রীতদাস, মহিলা, নাবালক শিশু ও অসুস্থ ব্যক্তি, এ চার প্রকার মানুষ ছাড়া সব মুসলমানদের উপর জুমার নামাজ জামাতে আদায় করা অপরিহার্য কর্তব্য।” (আবু দাউদ শরিফ)

    বন্ধুগণ, কেউ যদি ইচ্ছাকৃতভাবে জুমার নামাজ ছেড়ে দেয়, তাহলে তার ব্যাপারে রয়েছে কোঠর হুঁশিয়ারি। হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত। 

    তিনি বলেন, নবী কারিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি কোনো শরিয়ত সম্মত কারণ ছাড়া জুমার নামাজ বর্জন করবে, তার নাম মুনাফিক হিসেবে এমন দপ্তরে লিপিবদ্ধ হবে, যা মুছে ফেলা হবে না এবং পরিবর্তনও করা যাবে না।” (তাফসীরে মাজহারী)

    হজরত সালমান (রা.) থেকে বর্ণিত, নবী কারিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি জুমার দিনে সুন্দর করে গোসল করবে, অতপর তেল ব্যবহার করবে এবং সুগন্ধি লাগাবে, তারপর মসজিদে গমন করবে, দুই মুসল্লির মাঝে জোর করে জায়গা নেবে না, সে নামাজ আদায় করবে এবং ইমাম যখন খুতবা দেবেন, চুপ করে মনোযোগ সহকারে তার খুতবা শুনবে, দুই জুমার মধ্যবর্তী সময়ে তার সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।” (আবু দাউদ শরীফ)

    নবী কারিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, “যেসব দিনে সূর্য উদিত হয়েছে তার মধ্যে সর্বোত্তম হলো জুমার দিন। সেদিনেই আদম (আ.) কে সৃষ্টি করা হয়েছে এবং সেই দিনেই তাকে জান্নাতে পাঠানো হয়েছে এবং সেই দিনেই জান্নাত থেকে তাকে বের করা হয়েছে। যেদিন কিয়ামত হবে, সেদিনও হবে জুমার দিন।” (মুসলিম শরীফ)

    হজরত আবু হুরায়রা (রাঃ) বলেন, নবী কারিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,“জুমার দিনে এমন একটা সময় আছে, যে সময়ে কোনো মুমিন বান্দা আল্লাহর কাছে ভালো কোনো কিছু প্রার্থনা করলে, অবশ্যই আল্লাহ তাকে তা দান করবেন।” (মুসলিম শরীফ ও মুসনাদে আহমদ)

    আল্লাহ তায়ালা আমাদের সকলকে জুমার দিনের হক আদায় করে জুমার নামাজ পরার তাউফিক দান করুন। (আমিন)

    প্রকাশিত: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২০