জনগণের শক্তির কাছে সব শক্তি পরাজিত হয় - ফখরুল
আন্দোলনের অংশ হিসেবেই ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি অংশ নিয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (৪ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিত এক শোক সভায় তিনি এ কথা বলেন। আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন ঘটানো হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বিএনপির মহাসচিব।
ফখরুল বলেন, বিগত নির্বাচনের অভিজ্ঞতার পরও আমরা বলেছি নির্বাচনকে আমরা আন্দোলনের অংশ হিসেবে নিয়েছি। এ নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের কাছে যেতে চাই।
তিনি বলেন, একটা স্বাধীন গণতান্ত্রিক দল হিসেবে আমাদের নির্বাচনে যেতে হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের কাছে যাব। জনগণকে সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক ভাবে এ সরকারকে আমরা পরাজিত করব। জনগণের শক্তির কাছে সব শক্তি পরাজিত হয়। সত্যর জয় হয়ই।
প্রকাশিত: শনিবার, ০৪ জানুয়ারি, ২০২০