Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  চট্টগ্রামে উদ্ধার হওয়া শিশুটি নাম পেল বঙ্গবন্ধুর মায়ের
  চট্টগ্রামে ময়লার ভাগাড়ে জুতার বাক্সে পাওয়া নবজাতক কন্যা সন্তানের নাম রাখা হয়েছে। মুজিব বর্ষে শিশুটিকে পাওয়ার কারণে জাতির পিতা বঙ্গবন্ধুর মায়ের নামে কন্যা সন্তানটির নাম রাখা হয়েছে সায়েরা খাতুন। সমাজসেবা অধিদপ্তরের শিশু নিবাসে নবজাতকটিকে রাখা হয়েছে।

  রাকিব নামে ১৩ বছরের এক শিশু বায়েজিদ বোস্তামী এলাকায় কাগজ কুড়ানোর সময় ওই নবজাতকের কান্না শুনতে পায়।

  শিশুটি ভয় পেয়ে স্থানীয় যুবক ইমরানকে বিষয়টি জানালে জুতার বাক্সের ভিতর একটি নবজাতক দেখতে পায়। পরে পুলিশ ও স্থানীয় যুবকরা মিলে নবজাতকটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

  উদ্ধারকারী যুবক মো. ইমরান বলেন, আমি ময়লার স্তূপে নেমে বাচ্চাটিকে ডাস্টবিন থেকে তুলে নিয়ে আসি। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে আসি।

  পুলিশের পক্ষ থেকে যেমন প্রতিনিয়ত শিশুটির দেখভাল করা হচ্ছে তেমনি নতুন নামকরণ ও করা হয়েছে কন্যা সন্তানটির। 

  মুজিব বর্ষে শিশুটিকে পাওয়া যাওয়ায় জাতির পিতার বঙ্গবন্ধুর মায়ের নামে শিশুটির নাম রাখা হয়েছে সায়েরা খাতুন।

  সিএমপি'র উপ-পুলিশ কমিশনার বিজয় বসায় বলেন, যেহেতু মুজিব বর্ষে শিশুটি উদ্ধার করা হয়েছে। সেজন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মায়ের নামে অর্থাৎ সায়েরা খাতুন ওনার নামে বাচ্চাটি নাম রাখা হয়।

  বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছে শিশুটি। সেই সাথে নিবিড় পরিচর্যায় বড় হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের শিশু নিবাসে।


  প্রকাশিত: সোমবার, ২০ জানুয়ারি, ২০২০

  Post Top Ad