• সর্বশেষ আপডেট

    চট্টগ্রাম - ৮ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে



    প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ-বিএনপি প্রার্থীর অংশগ্রহণের মধ্য দিয়ে চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে সোমবার (১৩ জানুয়ারি)। সকাল ৯টায় শুরু হওয়া এ ভোটগ্রহণ বিকেল ৫টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

    'নগরী ও উপজেলার ১৭০টি কেন্দ্রের এক হাজার ১৯৬টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নির্বাচনী এলাকায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

    বোয়ালখালী উপজেলা, মহানগরীর চান্দগাঁও ও বায়েজিদের কিছু অংশ নিয়ে গঠিত চট্টগ্রাম-৮ আসন। এখানে ভোটার সংখ্যা চার লাখ ৭৪ হাজার ৪৮৫ জন।

    উপনির্বাচনে বিভিন্ন দলের ছয়জন প্রার্থী অংশ নিচ্ছেন। তবে মূল লড়াই হবে আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ ও বিএনপি প্রার্থী আবু সুফিয়ানের মধ্যে।

    গতবছরের ৭ নভেম্বর সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদলের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। 

    প্রকাশিত: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২০