• সর্বশেষ আপডেট

    মুজিববর্ষ উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ




    স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী মুজিববর্ষ ২০২০ উপলক্ষে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স হালিশহরে নির্মিত ম্যুরাল পিতা তুমি বাংলাদেশ এর উদ্বোধন ও চট্টগ্রাম জেলার ২ শতাদিক বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।

    আজ শনিবার  ১১ জানুয়ারি সন্ধায়  চট্টগ্রাম  জেলা পুলিশ লাইন্স এর হল রুমে এই ম্যুরাল উদ্বোধন ও মুক্তিযোদ্ধা  সম্মাননা দেওয়া হয়।

    সদ্যবিদায়ী  চট্টগ্রাম জেলা  পুলিশ সুপার নুরে আলম মিনার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন।

    এসময় উপস্থিত অতিথি বৃন্দ চট্টগ্রাম জেলা পুলিশের  রচিত  "চেতনায় ৭১  হৃদয়ে বঙ্গবন্ধু" নামে  বই এর স্বারক উম্মোচন  করেন।

    অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ কমিশনার মাহাবুবর রহমান, সাবেক পুলিশ সুপার ও বীর মুক্তিযোদ্ধা মালিক খসরু, মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার শাহাব উদ্দীন,  মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। 

    এম এ মেহেদি চট্টগ্রাম

    প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারি, ২০২০