• সদ্যপ্রাপ্ত সংবাদ

    নতুন দশক নতুন তারকা




    কয়েকদিন আগেই 'জওয়ানি জানেমন'-এর নির্মাতারা সইফ আলি খানের চরিত্রের সঙ্গে পরিচয় করিয়েছেন দর্শককে।
    ছবিতে তাঁর লুক কেমন হবে, তা প্রকাশ করে ক্যাপশন করা হয়েছে, 'নতুন দশক নতুন তারকা'।
    ছবিটি মুক্তি পাওয়ার কথা ৩০ জানুয়ারি, ২০২০।

    কয়েকদিন আগেই 'জওয়ানি জানেমন'-এর নির্মাতারা সইফ আলি খানের চরিত্রের সঙ্গে পরিচয় করিয়েছেন দর্শককে। এবার এক নতুন অভিনেত্রীর লুক প্রকাশ করে বাড়তি উত্তেজনা যোগ করল ছবির প্রযোজনা সংস্থা পূজা এন্টারটেনমেন্টস। তিনি পূজা বেদীর মেয়ে আলিয়া ফার্নিচারওয়ালা।

    ২২ বছরের অভিনেত্রীকে বেশ ফুরফুরে এক লুকে দর্শকের সামনে আনলেন প্রযোজকেরা। আলিয়া সাইফ আলি খান ও তাবুর রোম্যান্টিক কমেডি 'জওয়ানি জানেমন' ছবিতে বলিউড অভিষেক করছেন। ছবিতে তাঁর লুক কেমন হবে, তা প্রকাশ করে ক্যাপশন করা হয়েছে, 'নতুন দশক নতুন তারকা'।

    লাল কাপ্তান ছবিতে শেষ দেখা গিয়েছিল সইফ আলি খানকে। এর পর ফিরছেন রোম্যান্টিক কমেডি 'জওয়ানি জানেমন' নিয়ে। শুক্রবার মুক্তি পেল ছবির টিজার। আর প্রথম ঝলকেই নজর কেড়ে নিলেন নবাব-পুত্র। রসিক-দুষ্টু চরিত্রে ফের একবার স্বমেজাজে ফিরছেন সইফ আলি খান।


    প্রকাশিত: শনিবার, ০৪ জানুয়ারি, ২০২০