বার্সেলোনা'র হতাশার রাতে, দুর্দান্ত রিয়াল
কাতালান ডার্বিতে এস্পানিয়লের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বার্সেলোনা।বছর শেষে পয়েন্ট সংখ্যায় যে গড়মিল ছিল ১৯তম রাউন্ডের ম্যাচ খেলার পর তা ফের সমতায় এসেছে। রিয়াল-বার্সা উভয় দলের পয়েন্টই এখন সমান ৪০। তবে গোলগড়ে এগিয়ে যথারীতি শীর্ষে আছে কাতালান ক্লাবটি। পাঁচ পয়েন্ট পিছিয়ে তিনে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। কাল রাতে ঘরের মাঠে লেভান্তের বিরুদ্ধে ২-১ গোলে জিতেছে তারা।
মাঝপথে আসা মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত রিয়াল মাদ্রিদের দেখা মিলেছে। কিন্তু বছরের শেষ দিকে এসে খেই হারায় জিনেদিন জিদানের দল। লিগে টানা তিন ম্যাচে প্রতিপক্ষের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে তারা। অবশেষে গেটাফেকে গুঁড়িয়ে ড্রয়ের বৃত্ত ভেঙেছেন জিদানের শিষ্যরা।
রিয়াল মাদ্রিদের বড় জয়ের নায়ক এমনই একজন যার আসল কাজ গোলপোস্ট অক্ষত রাখা। এদিন রক্ষণ সামলাবার পাশাপাশি আক্রমণভাগেও দুর্দান্ত ছিলেন রাফায়েল ভারানে। ম্যাচের দুই অর্ধে দুই গোল করেন ফরাসি ডিফেন্ডার। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে রিয়ালের হয়ে তৃতীয় গোলটি করেছেন লুকা মডরিচ।
প্রত্যাশিত জয় দিয়ে নতুন বছর শুরু করেছে রিয়াল মাদ্রিদ। কিন্তু বছরের প্রথম ম্যাচটা ভুলে যেতে চাইবে তাদের শিরোপা প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। পয়েন্ট টেবিলের কুড়ি নম্বরে থাকা এস্পানিয়লের বিরুদ্ধে ডার্বি জয়ের আশা জাগিয়েও শেষ মুহূর্তের গোলে পয়েন্ট খুইয়েছে বার্সা। ম্যাচটা তাদের শেষ করতে হয়েছে দশ জনের দল নিয়ে।
ম্যাচের শুরু থেকেই ছন্নছাড়া ফুটবল খেলে বার্সেলোনা। যার ধঁকলটা পোহাতে হয় ২২ মিনিটে; বার্সা হজম করে ম্যাচের প্রথম গোল। মার্ক রোকার দারুণ ক্রস থেকে হেডে মেসিদের জালে বল জড়ান স্প্যানিশ ডিফেন্ডার ডেভিড লোপেজ। অভিষেক ম্যাচ খেলতে নেমে বার্সা গোলরক্ষক নেতো দেখলেন কীভাবে বল জড়িয়ে গেল জালে!
প্রথমার্ধের শেষ দিকে চেনারূপে ফিরে বার্সা; করে একের পর এক আক্রমণ। কিন্তু ভাগ্য সহায় না থাকায় সমতা নিয়ে বিরতিতে যেতে পারেনি তারা। ৪১ মিনিটে লুইস সুয়ারেজের শট ফিরে আসে এস্পানিয়লের পোস্টে লেগে। দ্বিতীয়ার্ধের শুরুতেই সেই হতাশা কাটিয়ে ওঠেন উরুগুয়েন স্ট্রাইকার; গোল করে বার্সাকে ফেরান সমতায়।
৫৯ মিনিটে আর্তুরো ভিদালের গোলে ম্যাচে প্রথমবার লিড নেয় বার্সা। জয়ের স্বপ্নও দেখতে থাকে তারা। সেই স্বপ্নের পালে দমকা হাওয়া বইয়ে দিল ৭৫ মিনিটে ফ্রেঙ্কি ডি জংয়ের লাল কার্ড। একজন কম নিয়ে শেষ ১৫ মিনিট খেলা বার্সা রোমাঞ্চকর ম্যাচটা জিততেই পারল না।
৮৮ মিনিটে উ লির গোলে সমতায় ফেরে এস্পানিয়ল। বেঞ্চ ছেড়ে উঠে এসেই ইতিহাস গড়লেন লি। চীনের প্রথম ফুটবলার হিসেবে বার্সেলোনার বিরুদ্ধে গোল করলেন তিনি। সব মিলিয়ে এই মৌসুমে এটা লির ষষ্ঠ গোল।
প্রকাশিত: রবিবার, ০৫ জানুয়ারি, ২০২০