বিপিএলে খেলবেন আন্দ্রে রাসেল
ক্যারিবিয়ান টি২০ দানব আন্দ্রে রাসেলের বিপিএল খেলা নিয়ে শঙ্কা কেটে গেছে। বিপিএল খেলার জন্য বিগব্যাশকে না করে দিয়েছেন এ তারকা। সোমবার অস্ট্রেলিয়ার দৈনিক 'সিডনি মর্নিং হেরাল্ড' সূত্রে জানা গেছে এ খবর।
বিপিএল গভর্নিং কাউন্সিল অবশ্য ক'দিন আগেই রাসেলের বিপিএল খেলার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছিল। এবার সব শঙ্কা দূর হয়ে গেল। রাজশাহী রয়্যালসের হয়ে মাঠ মাতাবেন রাসেল।
গতকাল বিগব্যাশ এর দল রেনেগেডস পাকাপাকিভাবে জানিয়ে দেয় যে, এবার বিগব্যাশে রাসেলকে পাচ্ছে না তারা। রাসেলের সঙ্গে যে বিপিএলের দল রাজশাহী রয়্যালসের চুক্তি হয়ে গেছে, সেটাও জানিয়েছে তারা। রাসেলকে না পাওয়ায় তারা এখন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও ডেল স্টেনের পেছনে ছুটছে।
মেলবোর্ন রেনেগেডস গতকাল জানিয়েছে, তারা নবীর সঙ্গে চুক্তির চেষ্টা করছে। কিন্তু রংপুর রেঞ্জার্স নিশ্চিত করেছে যে, নবীর সঙ্গে চুক্তি হয়ে গেছে তাদের। আফগান এ অলরাউন্ডার আসন্ন বিপিএলে রংপুরের অধিনায়কত্ব করবেন বলেও জানা গেছে। আসলে দুটি টুর্নামেন্ট প্রায় একই সময়ে হওয়ায় এ সমস্যার তৈরি হয়েছে। ১১ ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএল। আর বিগব্যাশ শুরু হচ্ছে ১৭ ডিসেম্বর থেকে।
প্রকাশিত: মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০১৯