এসএ গেমসে সালমারা হারাল শ্রীলংকাকে
এসএ গেমসের নারী ক্রিকেটে সোমবার প্রথম ম্যাচে মালদ্বীপকে মাত্র ১৬ রানে অলআউট করে ১০ উইকেটে জিতেছে নেপাল। দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার শ্রীলংকা নারী দলের বিপক্ষে জয় পেয়েছেন সালমারা।
![]() |
ছবি সংগ্রহীত। |
টস জিতে বাংলাদেশ নারী দল বল করার সিদ্ধান্ত নেয় শ্রীলংকাকে ব্যাটিংয়ে পাঠায়। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে শ্রীলংকা তোলে ১২২ রান। জবাবে ৯ বল থাকতে ৭ উইকেটের বড় জয় তুলে নেয় বাংলাদেশ নারী ক্রিকেট দল।
শ্রীলংকার হয়ে ওপেনার উমিশা থিমাসিনি খেলেন ৫৬ রানের ইনিংস। তিনে নামা অধিনায়ক হারশিদা মাধবি করেন ৩৩ রান। বাংলাদেশের হয়ে ৪ ওভারে ৩২ রান খরচা করে ৪ উইকেট নেন নাহিদা আক্তার।
শ্রীলংকার রানের জবাবে ওপেনার আয়েশা রহমান ২৯ রান করেন। তিনে নামা সানজিদা খাতুন খেলেন হার না মানা ৫১ রানের ইনিংস। তার সঙ্গে ফারজানা হক ২৩ রান করে দলের বড় জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। বুধবার নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল।
প্রকাশিত: বুধবার, ০৪ ডিসেম্বর, ২০১৯