টানা দুই ম্যাচ পর জয়ে ফিরল চেলসি
![]() |
ছবি সংগৃহীত। |
নিজেদের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকা চেলসি ম্যাচের ২৪তম মিনিটে আব্রাহামের হেডে এগিয়ে যায়। ৪১তম মিনিটে মিশরের মিডফিল্ডার মাহমুদ হাসানের গোলে সমতায় ফেরে ওয়েস্টহ্যাম। ৪৮তম মিনিটে করা আক্রমণে ফের এগিয়ে যায় চেলসি। এই গোলটি করেন ইংলিশ মিডফিল্ডার ম্যাসন মাউন্ট। ৮০তম মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে দারুণ এক ফ্রি-কিক নেন উইলিয়ান। তবে বাঁ দিকে ঝাঁপিয়ে দুর্দান্ত এক সেভ করেন গোলরক্ষক। বল তার হাতে লেগে পোস্টে বাধা পেলে ব্যবধান আর বাড়েনি।
১৫ ম্যাচে ৯ জয় ও দুই ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি। ওয়াটফোর্ডের বিপক্ষে ২-০ গোলে জেতা লেস্টারসিটি ৩৫ পয়েন্ট নিয়ে ফিরেছে দুই নম্বরে। তৃতীয় স্থানে নেমে যাওয়া ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৩২। শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৪৩।
প্রকাশিত: বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০১৯