• সর্বশেষ আপডেট

    আকুতি জানিয়ে উদ্ধার হলেন হোসনা



    সৌদি আরবে গৃহকর্মী হয়ে কাজে গিয়ে নির্যাতিত হচ্ছিলেন বাংলাদেশি হুসনে আরা হোসনা। দেশটির নাজরান এলাকার একটি বাড়ি থেকে ভিডিও বার্তায় তিনি উদ্ধারের আকুতি জানিয়েছিলেন। অবশেষে তার সেই আকুতি পৌঁছেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।

    সৌদি আরবে বাংলাদেশের দূতাবাসের চেষ্টায় হোসনা উদ্ধার হয়েছেন। এখন তিনি নিরাপদে আছেন। তাকে দেশে পাঠানোর প্রস্তুতি চলছে।

    সোমবার হোসনার আকুতির বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। বিষয়টি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের দৃষ্টিতে এলে তিনি সৌদি দূতাবাসকে নির্দেশ দেন। মন্ত্রীর নির্দেশ পেয়ে দূতাবাস হোসনাকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

    সৌদি আরবে গৃহকর্মীর কাজে গিয়ে বাংলাদেশি নারীরা নির্যাতিত হচ্ছেন এমন খবর অহরহ পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশি নারীদের বিদেশে পাঠানো বন্ধের দাবি জোরালো হচ্ছে। সরকারও বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। প্রবাসী কল্যাণ মন্ত্রী প্রয়োজনে নারী শ্রমিক বিদেশে পাঠানো বন্ধের ইঙ্গিত দিয়েছেন।

    হোসনার বাড়ি হবিগঞ্জের আজমিরীগঞ্জে।


    প্রকাশিত: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯