• সদ্যপ্রাপ্ত সংবাদ

    খালেদার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের সামনে বিএনপির অবস্থান


    বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জসন'র মুক্তি'র দাবিতে সুপ্রিম কোর্টের সামনে অবস্থান নিয়েছে দলটির নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে কোনোরকম পূর্বঘোষণা ছাড়া হঠাৎ করেই অবস্থান নেন তারা।

    বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে সুপ্রিম কোর্টের সামনের সড়ক অবরোধ করে রাখা হয়। এসময় বেগম জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন দলটির নেতাকর্মীরা।

    এর আগে সোমবার রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দেন, আগামীতে আর কখনোই সমাবেশ করার জন্য প্রশাসনের অনুমতি নেয়া হবে না। যখন ইচ্ছে করবে তখনই সভা-সমাবেশ করা হবে।

    তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজপথে গণআন্দোলন গড়ে তোলা হবে।

    এমন ঘোষণার একদিন পরই পূর্ব ঘোষণা ছাড়াই রাজপথে নেমে এলো বিএনপি।


    প্রকাশিত: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯