• সদ্যপ্রাপ্ত সংবাদ

    ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিনিধি দল ঢাকায়



    প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় আসছে ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। এ উপলক্ষে মঙ্গলবার এক দিনের সফরে ঢাকায় এসেছে ক্লাবটির একটি প্রতিনিধি দল।

    প্রতিনিধি দলে আছেন- ফুটবল পরিচালক অ্যালান জন ডসন, সফর ও প্রীতি ম্যাচ আয়োজক কমিটির পরিচালক ক্রিস্টোফার লরেন্স কোম্যান এবং দুই কর্মকর্তা ফিলিপ ম্যালকম স্মিথ ও ম্যাথু চার্লস জোনস।

    বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্র জানায়, আগামী বছরের মার্চ থেকে জুন মাসের মধ্যে ঢাকায় আসার সম্ভাবনা রয়েছে ইংলিশ ক্লাবটির। তাদের প্রতিপক্ষ কে হবে, কাদের বিপক্ষে ম্যানইউ ম্যাচ খেলবে তা এখনো চূড়ান্ত হয়নি। বিষয়টি নিশ্চিত হতে আরো কিছু দিন অপেক্ষা করতে হবে।


    প্রকাশিত: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯