• সর্বশেষ আপডেট

    নোয়াখালীতে বরযাত্রীর বাস পুকুরে।


    নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর-চেয়ারম্যানঘাট সড়কে সুবর্ণ সার্ভিসের একটি বাস পুকুরে পড়ে গেছে। এতে অন্তত ৩৯ জন যাত্রী আহত হয়েছেন। তবে বর-কনেবাহী গাড়িটি আগে নিরাপদে বাড়িতে পৌঁছে গেছে। ঘটনার পর থেকে দুই শিশু নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

    শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে কালু হাজীর পুকুরে পড়ে যায় বাসটি। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি।

    স্থানীয়রা বলছে, বিয়ের কাজ শেষ করে হাতিয়ার চেয়ারম্যানঘাট থেকে সুবর্ণচরের চর ওয়াপাদার উদ্দেশ্যে বরযাত্রীবাহী বাসটি ছেড়ে আসে। বাসটি চরজব্বর-চেয়ারম্যানঘাট সড়কের কালু হাজীর বাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ৩৯ যাত্রী আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।


    চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন জানান, এখনো উদ্ধার কাজ চলছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

    প্রকাশিত: শনিবার, ৯ নভেম্বর, ২০১৯