• সদ্যপ্রাপ্ত সংবাদ

    নেপাল যাচ্ছে অনূর্ধ্ব-২৩ ফুটবল দল



    এস এ গেমসে অংশ নিতে আজ  (২৭ নভেম্বর) দুপুরে নেপাল যাবে বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ ফুটবল দল। দেশের ফুটবলে বর্তমানে ভাল সময় পার করছে বাংলাদেশ ফুটবল দল। 

    বিশ্বকাপ বাছাইয়ে ভারত ও কাতারের সঙ্গে লড়াকু পারফরমেন্সে আত্মবিশ্বাসী জামাল ভুইয়ারা। ওমানের সঙ্গে বড় ব্যবধানে হারলেও, তা এস এ গেমসে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন ফুটবলাররা।

    জাতীয় দলের বেশ কজন অভিজ্ঞ ফুটবলার সিনিয়র কোটায় আছেন এই দলে। আসরের আগে অনুশীলন ক্যাম্পও করেছে জেমি শীষ্যরা। আজ ২০ ফুটবলারের সঙ্গে কর্মকর্তা যাচ্ছেন ৮ জন। কোচ জেমি ডে কাল দলের সঙ্গে নেপালে যোগ দিবেন। সামর্থ্যের সেরাটা দিয়ে পদক জিতেই দেশে ফিরতে চায় ফুটবলাররা।


    প্রকাশিত: বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯