কোন দুর্নীতিবাজ ও সন্ত্রাসীকে নেতা বানানো হবে না যুবলিগে।
যুবলীগের ৭ম কংগ্রেস ( সম্মেলন) সফল করাই এই মুহুর্তে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক চয়ন ইসলাম বলেছেন, আসন্ন সম্মেলনে কোন দুর্নীতিবাজ ও সন্ত্রাসীকে নেতা বানানো হবে না।
প্রকাশিত: বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯
মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে পাঁচটায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী যুবলীগের সপ্তম কংগ্রেস নিয়ে অনানুষ্ঠানিকভাবে কথা বলতে দলীয় কার্যালয়ে আসেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক চয়ন ইসলাম। এসময় যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্যরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে তাকে ফুল দেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগ সভাপতি সাধারণ-সম্পাদকরা।
এসময় তিনি গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে বলেন, এই মুহুর্তে সবচেয়ে বড় কাজ হচ্ছে সফলভাবে সম্মেলন করা।
প্রকাশিত: বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯