গত চার বছরে নগরীর উত্তর পাহাড়তলীতে সর্বচ্চো উন্নয়ন।
এলাকার সার্বিক উন্নয়ন সমাজের মানুষের সেবার এক অনান্য স্থাপন করেছে কাউন্সিলর জসিম। কাউন্সিলর নির্বাচিত হওয়ার আগে থেকে মানুষের সেবক হিসেবে পরিচিত ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের তৎকালীন সাধারণ সম্পাদক জহুরুল আলম জসিম। ২০১৫ সালে কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর থেকে ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডকে একটি আদর্শ ওয়ার্ডে রুপান্তরিত করেছে।
জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহনের পর থেকে ছোট বড় প্রায় ১০০টি রাস্তার কাজ করেন তিনি।উল্লেখযোগ্যের মধ্যে রয়েছে পশ্চিম ফিরোজশাহ ও মালীপাড়া সড়ক, পূর্ব ফিরোজশাহ ১০ টি সড়ক, বিশ্বব্যাংক আবাসিকে প্রায় ৪০ টা সড়ক, ঈগলস্টার ও জানারখিল সড়ক, নন্দন হাউজিং,শাপলা আবাসিক সড়ক, রোজভ্যালি আবাসিক এলাকার ৭টি সড়ক, নূরিয়া মাদরাসা এলাকায় ৭টি সড়ক, ফয়েজলেক এবং আকবরশাহ্ এলাকার প্রায় ১৭টি সড়ক, শহীদ লেইন এলাকার ৩টি, পাঞ্জাবী লেইন এলাকার মেইন রোড, পশ্চিম ফিরোজশাহ্ এলাকায় ৯টি সহ ১০০টি রোডের কাজ করেন। করেছেন সিডিএ বিশ্ব ব্যাংক আবাসিক এলাকার মেইন রোড।
সড়কের কাজ ছাড়া নিজের এলাকার মানুষের জন্য সুপেয় পানির জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১০ টি গভির নলকূপের ব্যবস্থা করেন। উত্তর পাহাড়তলী ওয়ার্ডকে একটি সুন্দর সবুজ এবং শিক্ষিত সমাজ উপহার দেওয়ার জন্য নিজে প্রতিষ্ঠা করেছেন আবিউল হক প্রাথমিক বিদ্যালয়, বঙ্গমাতা ফজিলাতুনন্নেছা মাধ্যমিক বিদ্যালয় এবং কৈবল্যধাম হাউজিং এস্টেট বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় নামের বিদ্যালয় এবং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন চট্টগ্রামের স্বনামধন্য বিদ্যাপীট পাহাড়তলী গার্লস স্কুল এন্ড কলেজের।
বর্তমানে ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করা এই নেতার রাজনৈতিক জীবন শুরু হয় নব্বই দশকের ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি হিসেবে। এরপর ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক।অতপর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ছিলেন।
তিনি সাতটি মসজিদের সভাপতি দায়িত্ব পালন করছেন। মুসলিমদর নামাজের সুবিধার্থে প্রতিষ্ঠা করেন ফিরোজশাহ্ ঈদগা এবং জানাযা পড়ার জন্য আকবরশাহ্ জানাযা পড়ার স্থান। পাহাড়ী এলাকা হারবাতলীর জনগন নির্বিঘ্নে চলার একটি ব্রীজ তৈরি করে দেন।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে ফিরোজশাহতে প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু চত্তর। কাউন্সিলর চার বছর মেয়াদকালে প্রায় ১৬০ কোটি টাকার উন্নয়নমূলক কাজ করেন তিনি।
স্থানীয় জনগন বলেন, কাউন্সিলর জহুরুল আলম জসিম এই চার বছরে এলাকায় অকল্পনীয় উন্নয়ন করেছেন তাই আগামীতেও তারা কাউন্সিলর হিসেবে জসিমকে চায়।
এ বিষয়ে কাউন্সিলর জসিম বলেন, আমি আমার জীবনের বেশির ভাগ সময় মানুষের সেবায় ব্যয় করেছি। কাউন্সিলর হওয়ার পর থেকে চেষ্ঠা করেছি ৯ নং ওয়ার্ডের জনগনকে নিজের সাধ্যমত সেবা দিতে আমি উত্তর পাহাড়তলী ওয়ার্ডের মানুষের কাছ থেকে দোয়া এবং এ এলাকাকে সাজাতে সকলের সহযোগিতা চাই। তিনি বলেন, আমি আগামীতেও মানুষের সেবা করবো মৃত্যুর আগের দিন পর্যন্ত।
প্রকাশিত: বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯