রক্তপাত বন্ধ হবে মাত্র বিশ সেকেন্ডে।
বিশ সেকেন্ডে রক্তপাত বন্ধ হবে- এমন এক পাউডার আবিষ্কার করেছেন শেখ সাবির হোসেন। অনন্য এ অবদানের জন্য ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের এই তরুণ বিজ্ঞানী কে সংবর্ধনা দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সম্প্রতি 'মিসাইলম্যান' খ্যাত বিজ্ঞানী ও ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের স্মৃতি নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা সংস্থা ডিআরডিও। তাতে অংশ নিয়ে পুরস্কার জেতেন শেখ সাবির।
নয়া দিল্লিতে ডিআরডিও আয়োজিত এক অনুষ্ঠানে তরুণ শেখ সাবির হোসেনকে সংবর্ধনা দেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। অনুষ্ঠানে দেশটির সেনা, বিমান ও নৌবাহিনীর প্রধানরা উপস্থিতি ছিলেন।
ভারতীয় মুসলিম সংখ্যালঘুদের নিয়ে বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্য দেয়া বিজেপি নেতা রাজনাথ সিং এ অনুষ্ঠানে শেখ সাবির হোসেনের ভূয়সী প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায়। তিনি বলেন, তার এ ওষুধ আমাদের যুদ্ধাহত সৈন্যদের রক্তপাত বন্ধে ও দ্রুত চিকিৎসায় খুবই কার্যকর হবে।
ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়, সাবিরের বাবা মোবারক হোসেন বর্ধমানের একটি চালকলের মালিক। পারিবারিক ব্যাবসা থাকার পরেও মেধাবী ছেলেকে উচ্চশিক্ষার জন্য কলকাতা ও রৌরকেল্লায় পাঠান তিনি।
পড়াশোনা শেষে শেখ সাবির নতুন কিছু তৈরির পরিকল্পনা নেন। এজন্য 'মিরাকিউলস' নামে একটি সংস্থাও প্রতিষ্ঠা করেন তিনি। সেখানেই 'স্টপ ব্লিড' নামে নতুন এ ওষুধ তৈরি করেন ভারতীয় মুসলিম এই তরুণ বিজ্ঞানী।
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯