প্রকৃতিতে শীতের আমেজ।
কয়েক দিন ধরেই সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত কিছুটা শীত শীত ভাব অনুভূত হচ্ছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। দুপুর থেকে বিকেল পর্যন্ত গরম থাকলেও রাতে মিলছে শীতের আমেজ। আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্র বলছে, শ্রীমঙ্গলে শীত পড়তে শুরু করেছে। এ মাসের শেষ দিকে পুরোদমে শীতের আমেজ পাওয়া যাবে।
সন্ধ্যার পর থেকে সকাল ৮টা পর্যন্ত ঘন কুয়াশা আচ্ছন্ন করে রাখছে শ্রীমঙ্গলের প্রকৃতিকে। কার্তিকের এই সময়ে শীতলতা প্রকৃতিতে জেঁকে বসছে।
প্রতিবছরই শীত উৎসবের আমেজ নিয়ে আসে। তবে এর তীব্রতা বাড়লে জীবনযাত্রা বিপন্নও হয় প্রান্তিক মানুষের। বিশেষ করে, দরিদ্রেরা পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে দুর্ভোগের শিকার হন। গৃহহীন, ছিন্নমূলেরাও অসহনীয় কষ্টের শিকার হয়। এ সময় শীতজনিত নানা রোগও দেখা দেয়।
প্রকাশিত: বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯