• সর্বশেষ আপডেট

    আবারো পেঁয়াজ এর মুল্য বৃদ্ধি ।

    একদিনের ব্যবধানে রাজধানীর বাজারেও পেঁয়াজের দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়ে একশ' টাকা ছুঁয়েছে। সরবরাহ ঘাটতি না থাকলেও নিম্ন ও মধ্যবিত্তের নাগালের বাইরে পেঁয়াজের দাম।


    কারওয়ান বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ১০০ টাকা, ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে। আর মিশর থেকে আমদানি করা পেঁয়াজের কেজি ৮৪ টাকা। 

    ক্রেতাদের অভিযোগ, বাজারে নজরদারি না থাকায় লাগাম ছাড়িয়েছে দাম। তবে চাহিদার বিপরীতে সরবরাহ কম বলে দাবি বিক্রেতাদের। 

    তবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ -টিসিবি বলছে, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে কাজ করছেন তারা। ঢাকায় ৩৫টি জায়গায় ট্রাকে পেঁয়াজ বিক্রির পরিমাণ দ্বিগুণ করা হয়েছে। প্রতিদিন ৪৫ টাকা কেজি দরে প্রতি ট্রাকে ১ হাজার কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে বলে জানায় টিসিবি মুখপাত্র।


    প্রকাশিত: রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯