• সর্বশেষ আপডেট

    এখন ক্রি‌কেট নি‌য়ে কথা বল‌বেন না মাশরা‌ফি।

    জাতীয় দলের ক্রিকেটারদের দাবি নিয়ে কথা বলতে অনাগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মুর্ত্তজা। সাকিব-তামিম ও মুশফিকদের ধর্মঘটের ডামাডোলের মাঝে ওয়ানডে অধিনায়ক "বিবিসি বাংলা"কে এ কথা জানান। তিনি আরো বলেন, বিশ্বকাপের পরে আর ক্রিকেট নিয়ে কথা বলছিনা আমি, আবার যখন ফিরবো তখন কথা হবে।

    এর আগে, বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আসেন মিরপুরের শের এ বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সোমবার (২০ অক্টোবর) বিকেলে মিরপুরে শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন একাডেমি মাঠে এক সংবাদ সম্মেলন করে তারা ১১ দফা দাবি তুলে ধরেন।

    ক্রিকেটাররা বলছেন, তাদের দাবি মেনে না নেয়া পর্যন্ত তারা সব ধরণের প্রতিযোগিতামূলক ম্যাচ ও অনুশীলনে অংশগ্রহণ থেকে বিরত থাকবেন।

    এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমসহ অন্তত ত্রিশ জন ক্রিকেটার । এদের অধিকাংশই জাতীয় দলের খেলোয়াড়।

    বাংলাদেশে ক্রিকেটারদের ধর্মঘটে যাওয়ার কথা খুব একটা শোনা যায় না। এর আগে ১৯৯৯ সালে একবার ধর্মঘটে গিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা।

    প্রকাশিত: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯