• সদ্যপ্রাপ্ত সংবাদ

    আন্দোলনের পেছনে বড় ষড়যন্ত্র আছে-পাপন।

    ১১ দফা দাবি আদায়ে ক্রিকেটাররা যে আন্দোলনের ডাক দিয়েছে তার পেছনে বড় ষড়যন্ত্র আছে, দেশের ক্রিকেটের ক্ষতি করতে পরিকল্পিতভাবে এটা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

    ক্রিকেটারদের ধর্মঘটের প্রেক্ষিতে আজ বোর্ড পরিচালকদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথাগুলো বলেন বিসিবি সভাপতি।

    তিনি বলেন, এর পেছনে বড় ষড়যন্ত্র আছে। আমাদের বিপদে ফেলার জন্য এসব করা হচ্ছে। এটা দেশের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র। দেশের ক্রিকেটকে নষ্ট করার একটা চেষ্টা চলছে। কয়েকজন মিলে এটা করছে। তাদের খুঁজে বের করা হবে।

    পাপন বলেন, আমাদের সঙ্গে কোনো আলোচনা না করেই এটা করল ওরা। এমন এক সময়ে, যখন কিনা জাতীয় দলের ভারত সফর সামনে। ক্রিকেটের উন্নয়নের জন্য বলছে কিন্তু ওরা আমাদের কাছে আসে নাই। মিডিয়াতে বলল। এগুলো সব পূর্বপরিকল্পিত। ওরা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করার জন্য এটা করেছে।

    উল্লেখ্য, গতকাল ১১ দফা দাবিতে ধর্মঘটের ডাক দেন ক্রিকেটাররা। দাবিগুলো মেনে না নেওয়া হলে ক্রিকেট সংশ্লিষ্ট কোন কাজে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন ক্রিকেটাররা।


    প্রকাশিত: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯