• সদ্যপ্রাপ্ত সংবাদ

    রামোসের রেকর্ডের রাতে বঞ্চিত স্পেন।

    অসলোতে নরওয়ের বিপক্ষে জিতলেই মূল পর্ব নিশ্চিত। এফ গ্রুপের টেবিল টপার স্পেন এমন সমীকরণ নিয়েই এদিন মাঠে নামে। আরো একটি কারণে অবশ্য ম্যাচটি স্বরণে রাখবেন অধিনায়ক সার্জিও রামোস। ইকার ক্যাসিয়াসকে ছাড়িয়ে স্পেনের হয়ে এ ম্যাচ দিয়েই যে সবচেয়ে বেশি ১৬৮ম্যাচ খেলার রেকর্ড হলো তার। তাইতো অধিনায়কের মত সতীর্থরাও শুরু থেকেই আগ্রাসী।

    চাপে রেখেছে নরওয়েও। তাই আক্রমণভাগের সঙ্গে সঙ্গে রক্ষণটাও সমানভাবে সামাল দিতে হয়েছে লা রোজাদের। তবে, স্পেনের তুলনায় নিশ্চিত গোলের সুযোগ পেয়েছিলো নরওয়েই বেশি। কিন্তু স্পেনের শক্ত রক্ষণদুর্গ ভাঙতে পারেনি তারা। ফলে প্রথমার্ধ্ব থাকে গোলশূন্য।

    বিরতির পর ফিরেই আক্রমণে যায় স্পেন। ফলাফলও আসে দ্রুত। ২ মিনিটের মধ্যেই বুসকেটসের অ্যাসিস্টে দুর্দান্ত এক গোল করেন সৌল এসক্লাপেজ। লিড পায় স্পেন।

    গোল খেয়ে অবশ্য নিজেদের খেলা গুছিয়ে তোলে নরওয়েও। বেশ কয়েকবার হামলা চালায় প্রতিপক্ষ শিবিরে। কিন্তু গোলের দেখা পায় ম্যাচের যোগ করা সময়ে। স্পেন গোলরক্ষক কেপা নরওয়ের ওমরকে ফাউল করলে পেনাল্টি পায় নরওয়ে। তা থেকেই গোল করে ম্যাচ সমতায় ফেরান জশুয়া কিং। আর শেষপর্যন্ত ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দু'দলকে।

    প্রকাশিত: রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯