মসজিদে জলকামান হা’মলা চালিয়েছে পুলিশ
সোমবার ২১ অক্টোবর, সকালে কেরি লাম কোলুন মসজিদটি দেখতে গিয়েছিলেন, যেখানে ধাপগুলি নীল রঙে জলকামানের দাগ আঁকা ছিল।
Hong Kong Chief Executive Carrie Lam visited the Kowloon Mosque after it was struck with blue dye from a water cannon truck during violent protests the day before.
হংকংয়ের ইসলামী এলাকা কাউলুন ডিস্ট্রিক্টের এক মসজিদে জলকামানের হামলা চালিয়েছে পুলিশ। রোববার রাতে ওই অঞ্চলে অব্যাহত ব্যাপক বিক্ষোভের সময় মসজিদটির সামনের গেটে কয়েকজন ধর্মীয় নেতা ও সাংবাদিকদের সমাবেশকে লক্ষ্য করে জলকামান থেকে পানি ছোঁড়ে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিতে টিয়ার গ্যাসও ছোঁড়ে পুলিশ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, গত প্রায় পাঁচ মাস ধরে টানা বিক্ষোভের মধ্যে এটি ছিলো সবচেয়ে মারাত্মক। এঘটনার পর পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, মসজিদে দুর্ঘটনাক্রমে স্প্রে করা হয়েছে এবং তারা ধর্মীয় স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল এবং ধর্মীয় স্থাপনাগুলো সুরক্ষা করবে। এদিকে সোমবার মুসলিম নেতাদের কাছে ক্ষমা চেয়েছেন হংকংয়ের নির্বাহী প্রধান ক্যারি লাম। টোকিওর সম্রাট নারিহিতোর অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার আগে ধর্মীয় নেতাদের কাছে ক্ষ’মা চেয়েছেন তিনি।
লামের সঙ্গে সাক্ষাৎ শেষে মসজিদের ইমাম মোহাম্মাদ আরশাদ বলেছেন, লামকে ক্ষমা করে দেয়া হয়েছে। মুসলিমরা যেন শান্তিতে হংকংয়ে বসবাস করতে পারে সেই প্রত্যাশা করেছেন ইমাম মোহাম্মাদ আরশাদ।
প্রকাশিত: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯