• সর্বশেষ আপডেট

    রিয়াল মাদ্রিদ হোচট খেল ডি মারিয়ার কাছে

    নিজ মাঠে বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ‘এ’ গ্রুপের ম্যাচে রিয়ালকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি। পার্ক দে প্রিন্সেসে আর্জেন্টাইন উইঙ্গার ডি মারিয়ার নৈপুণ্যে  বিরতির আগেই দুই গোলের ব্যবধানে এগিয়ে যান স্বাগতিকরা। ম্যাচের অতিরিক্ত সময়ে ব্যবধান বাড়ান বেলজিয়ান ডিফেন্ডার থমাস মুনিয়ের।
    রিয়াল বনাম পিএসজি।ছবি- সংগৃহীত দিগন্ত নিউজ বিডি।

    ১৪তম মিনিটে ডি মারিয়ার দারুণ ফিনিশিংয়ে এক ধাপ এগিয়ে যায় পিএসজি। বাঁ প্রান্ত থেকে হুয়ান বার্নাতের পাস পেয়ে ডি-বক্সের ভেতর থেকে কোণাকুণি শটে কাছের পোস্টে বল পাঠান ২০১০-১৪ মৌসুম পর্যন্ত রিয়ালে খেলা এই ফরোয়ার্ড।

    লিড নিয়ে উজ্জীবিত হয়ে ওঠা পিএসজিকে দ্বিতীয় গোল পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি। ৩৩তম মিনিটে ইদ্রিস গানা গিয়ের পাস প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে ডি- বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়াকে পরাস্ত করেন ডি মারিয়া।

    ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে ঝাঁঝালো হয়ে ওঠে রিয়াল। পরের মিনিটেই পিএসজির জালে বল জড়ান গ্যারেথ বেল। কিন্তু তা বাতিল হয়। ভিএআরের সাহায্য নিয়ে রেফারি দেখতে পান শট নেওয়ার আগে বল ওয়েলস তারকার হাতে লেগেছিল।

    বিরতির আগে ব্যবধান কমানোর আরও দুটি সুযোগ হাতছাড়া করেন রিয়াল এর গ্রেথ বেল। দ্বিতীয়ার্ধে একইভাবে হতাশ করেন করিম বেনজেমাও। তার হেড জালের ঠিকানা খুঁজে পায়নি। তার আগে ডি মারিয়া হ্যাটট্রিকের সুযোগ নষ্ট করেন।

    ম্যাচের অতিরিক্ত সময়ে পিএসজির বড় জয় নিশ্চিত করেন মুনিয়ের। পাল্টা আক্রমণে বার্নাতের পাস পেয়ে ফাঁকা গোলপোস্টে লক্ষ্যভেদ করতে ভুল করেননি তিনি।