• সদ্যপ্রাপ্ত সংবাদ

    ৪ মাসের মধ্যে সর্বোচ্চ তেলের দাম বিশ্ব বাজারে।

    সৌদি আরবের দুটি তেল শোধনাগারে ড্রোন হামলার পর গত ৪ মাসের মধ্যে সর্বোচ্চ তেলের দাম বেড়েছে রবিবার। ২৪ ঘণ্টার মধ্যে ১৫ শতাংশের বেশি দাম বৃদ্ধি পাওয়ায় এই তারতম্য বিশ্ববাজারে প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।

    ছবি- উদাহরন,digontonewsbd.com

    শনিবার ড্রোন হামলা হয় সৌদি আরবের দুটি তেলক্ষেত্রে। এরমধ্যে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় তেল শোধনাগার অ্যাবকাইক।

    হামলার পর আগুন ধরে যায় তেলক্ষেত্রে--পরে কয়েক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করে, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

    তবে ঘটনার জন্য ইরানকে দায়ী করে যুক্তরাষ্ট্র। এক টুইটে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানান, হুতিরাই এই হামলা চালিয়েছে এমন কোনো প্রমাণ মেলেনি।

    জবাবে রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যুক্তরাষ্ট্রের অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। টুইটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেন, ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের মধ্যদিয়ে চাপ প্রয়োগে ব্যর্থ হয়ে প্রতারণা শুরু করেছেন পম্পেও।

    এদিকে ড্রোন হামলার পর থেকেই বন্ধ রয়েছে তেলক্ষেত্র দুটির উৎপাদন। এতে করে সৌদি আরবের তেল উৎপাদন প্রায় অর্ধেকে নেমে এসেছে।

    সৌদি জ্বালানি মন্ত্রী জানান, হামলার কারণে দৈনিক তেল উৎপাদন কমেছে ৫৭ লাখ ব্যারেল। মজুদ থেকে রপ্তানি চালু রাখা হলেও, বিশ্ববাজারে তেলের দামে প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।