• সর্বশেষ আপডেট

    আজ বাংলাদেশের জিম্বাবুয়ে পরীক্ষা ।

     আফগানদের বিপক্ষে টেস্ট হারার পর ২০ ওভারের ম্যাচেও অসহায় আত্মসমপর্ণ। কারো উপরই খুব একটা আস্থা রাখতে পারছেনা টিম ম্যানেজেমেন্ট। নির্বাচকরাও সঙ্কটে। অদল বদল করে দেখতে চেয়েছেন কয়েকজনকে।

    বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে।ছবি - সংগৃহীত।দিগন্ত নিউজ বিডি।

    গেলো কয়েকবছর ধরে জিম্বাবুয়ের বিপক্ষে অনায়াসে জিতেছে বাংলাদেশ। সে দলটাও এখন চ্যালেঞ্জ করছে টাইগারদের। আফিফ-মোসাদ্দেকের ব্যাটে মান বাঁচানো গেছে প্রথম ম্যাচে। চট্টগ্রামে তাই সহজভাবে জিম্বাবুয়েকে নেয়ার কোনো সুযোগ নেই।


    আফগানদের বিপক্ষে যেভাবে হেরেছে তাতে আত্মবিশ্বাস তলানীতে। মানসিক বাঁধাও চেপে ধরেছে। এ জায়গাটাতে বাংলাদেশকে ঘুরে  দাঁড়াতে হবে।  চট্টগ্রামেই সব সমস্যা কাটিয়ে উঠবে বাংলাদেশ।

    জিম্বাবুয়ে প্রথম দুইটা ম্যাচই হেরেছে। তাদের সামনে ফাইনাল খেলার আশা খুবই কম। তবে বাংলাদেশকে হারাতে পারলে টিকে থাকবে জিম্বাবুয়ে। হতাশা কাটিয়ে মাসাকাদজাদের লক্ষ্যও একটাই যে করেই হোক জিততে হবে।

     শন উইলিয়ালমস বলেন,  দেখুন হিসেবটা এমন যে আপনাকে জিততেই হবে। আগের দুই ম্যাচে জয়ের কাছাকাছি গিয়েও আমরা জিততে পারিনি। এবার সেটা থেকে আমরা ফিরতে চাই।

    বাংলাদেশ দলে প্রথমবার ডাক পাওয়া ব্যাটসম্যান নাঈম শেখের খেলার সম্ভাবনা আছে। লেগ স্পিনার আমিনুল বিপ্লবও পেয়ে যেতে পারেন সুযোগ।