চলো চুমো'র দৃশ্য আছে রিহার্সাল করি ।
তোমাকে ক্যামেরার সামনের জড়তা কাটাতে হবে। ছবিতে অনেক আদর ও চুমুর দৃশ্য আছে। চলো সেগুলো রিহার্সাল করি।কেরিয়ারের শুরুতে বলিউড অভিনেত্রী জেরিন খানকে ঠিক এভাবেই বলেছিলেন এক পরিচালক। সম্প্রতি একটি বিনোদন ওয়েবসাইটকে দেয়া সাক্ষাৎকারে সেই বাজে অভিজ্ঞতার কথা শেয়ার করেন নায়িকা জেরিন খান।
![]() |
বলিউড অভিনেত্রী জেরিন খান।ছবি- সংগৃহীত। digontonewsbd.com |
যদিও সেই পরিচালকের নাম উল্লেখ করেননি জেরিন। বলেন, তখন আমি বলিউডে নতুন। কিন্তু সে সময় আমি প্রতিবাদ করেছিলাম। বলেছিলাম, ''আমি কোনো চুমোর দৃশ্যের রিহার্সাল করতে পারব না। তার পরও ওই পরিচালক বার বার আমাকে একই কথা বলে যাচ্ছিলেন। পরে আমি কাজ ছেড়ে চলে আসি।
জেরিন আরও শেয়ার করেন, বলিউড ইন্ডাস্ট্রিতে তার কাছের এক বন্ধু তাদের এই সম্পর্কের বাইরে আরও বেশি কিছু হওয়ার অফার দিয়েছিলেন। বিনিময়ে কাজ পাইয়ে দেয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। জেরিনের দাবি, ''সেখানেও আমি সতর্ক ছিলাম।''
বলিউডে এ ধরনের অভিযোগ বেশ পুরনো। নতুন মুখ থেকে নামি অভিনেত্রী, অনেকেই যৌনতার পরিবর্তে কাজের প্রস্তাব পেয়েছেন। এর আগে রাধিকা আপ্তে, কাল্কি, তিসকা চোপড়ারা এ বিষয়ে মুখ খুলেছেন, ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দেখানো পথে ইন্ডাস্ট্রির অন্ধকারে আলো ফেললেন জেরিনও।