• সদ্যপ্রাপ্ত সংবাদ

    ডেঙ্গু: ২৪ ঘণ্টায় চট্টগ্রামে হাসপাতালে ভর্তি ১১৩

     

    চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১১৩ জন। এ নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত ছাড়ালো ১১ হাজার।

    মঙ্গলবার (১৭ অক্টোবর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
    সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১১৩ জনের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ৭৪ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৩৯ জন রোগী।

    তবে এ দিন ডেঙ্গু আক্রান্ত কেউ মারা যাননি।
    এবছর এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১১ হাজার ৪৬৯ জন।

    এর মধ্যে চলতি অক্টোবর মাসে ডেঙ্গু আক্রান্ত রোগী মিলেছে ১ হাজার ৭৯০ জন। এ ছাড়া এবছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৮১ জনের।

    এর মধ্যে অক্টোবর মাসেই মারা গেছেন ৭ জন।
    ডেঙ্গু নিয়ে আরও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী।  

    প্রকাশিত মঙ্গলবার ১৭ অক্টোবর ২০২৩