আবারো সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাকিমপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের ধরন্দা ফকিরপাড়া মহল্লাসংলগ্ন রেললাইনের পশ্চিমে ভারতের হিলি থানার কুণ্ডুপাড়ায় এই ঘটনা ঘটে।
নিহত সাহাবুল হোসেন ওরফে বাবু (২৪) একই ওয়ার্ডের ধরন্দা মহল্লার আবুল হোসেন মণ্ডলের ছেলে।
যদিও নিহত ব্যক্তির পরিচয় জানাতে পারেনি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তারা। তবে সূত্রের মাধ্যমে পাওয়া লাশের ছবি দেখে এটি সাহাবুলের লাশ বলে নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী বাবলী আক্তার। লাশটি বর্তমানে বিএসএফের কাছে আছে।
দিনাজপুর সেক্টরের অধীনস্থ জয়পুরহাট-২০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভারতের ৩০০ গজ ভেতরে বিএসএফ দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে ওই যুবক ঘটনাস্থলেই মারা যান। পরে তার মরদেহ বিএসএফ নিয়ে যায়।
তবে নিহত ব্যক্তি বাংলাদেশি নাকি ভারতের নাগরিক, তা আমরা নিশ্চিত নই। এটি জানার চেষ্টা করছি। আজ শনিবার বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে নিহত ব্যক্তির বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এদিকে নিহত সাহাবুল ইসলামের স্ত্রী বাবলী আক্তার বলেন, ‘গত বৃহস্পতিবার সন্ধ্যায় মেয়ের জন্য খাবার আনতে সাহাবুল ইসলাম বাড়ির বাইরে যান। এরপর আর ফেরেননি। আজ সন্ধ্যায় পাড়ার লোকজনের মুখে শুনতেছি, আমার স্বামীকে নাকি বিএসএফ গুলি করে মেরে ফেলছে