বরগুনায় হাতকরা সহ আসামি পালাতক।
বরগুনার বেতাগী উপজেলায় চুরির মামলায় গ্রেফতার হওয়া আসামি হাবিব বিশ্বাস (৬০)কে থানায় নেওয়ার সময় হাতকড়া পরা অবস্থায় পালিয়েছেন। এ ঘটানা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার(২জানুয়ারি) দুপুরে বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, গত সপ্তাহে স্থানীয় সোনার বাংলা বাজারে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।
তদন্ত করে হাবিব বিশ্বাসের সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পায় পুলিশ। এর পর সোমবার দুপুরে থানার এসআই শহিদুল ইসলামসহ পুলিশের একটি টিম হোসনাবাদ এলাকার হাবিব বিশ্বাসের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পরে থানায় নিয়ে আসার পথে হাবিব হাতকড়াসহ দৌড়ে একটি ধান ক্ষেতের মধ্যে দিয়ে পালিয়ে যায়।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, এসআই শহিদুল ইসলাম আসামিকে টাকার বিনিময়ে ছেড়ে দিয়েছেন। পরে হাতকড়া উদ্ধারের ঘটনা সাজিয়েছেন। তবে এ বিষয়টি অস্বীকার করেছেন এসআই শহিদুল ইসলাম।
ওসি আনোয়ার হোসেন আরও বলেন, এ ঘটনার তিন ঘণ্টা পর একটি ধানক্ষেত থেকে হাতকড়াটি উদ্ধার করা হয়েছে এবং পলাতক আসামির হাবিবকে ধরতে সাঁড়াশি অভিযানে নেমেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এসএম তারেক রহমান জানান, এ ঘটনায় তদন্ত করে সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে