• সদ্যপ্রাপ্ত সংবাদ

    পার্কভিউ হসপিটাল ও সসজ (সবাই সবার জন্য)এর মধ্যে কর্পোরেট সমঝোতা স্মারক চুক্তি সম্পন্ন

     

    একই ছাদের নিচে গুণগত উৎকর্ষ সম্বলিত সকল স্বাস্থ্য সেবা প্রদানের অঙ্গীকার কল্পে এক কর্পোরেট সমঝোতা স্মারক চুক্তি অনুষ্ঠান নগরীর পার্কভিউ হসপিটাল ও সসজ (সবাই সবার জন্য) এর  মধ্যে আজ ১২ ডিসেম্বর সোমবার, সকাল ১১ টায় পার্কভিউ হসপিটালের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়।

    উক্ত অনুষ্ঠানে সসজের পক্ষে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ মনির আজাদ (সহ-সভাপতি), ডাঃ মীর মোহাম্মদ ইসমাইল (সাধারণ সম্পাদক), ডাঃ মোঃ মহিউদ্দিন (সাংগঠনিক সম্পাদক), ডাঃ মোঃ আল-আমিন (অর্থ সচিব), ডাঃ নুর নবী (তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক), ডাঃ মোঃ আমীর হোসেন (প্রচার ও প্রকাশনা সম্পাদক), ডাঃ মোঃ নাছির আহম্মদ (উপদেষ্টা)।


    পার্কভিউ হসপিটাল এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডাইরেক্টর ডাঃ এ.টি.এম. রেজাউল করিম, মেডিকেল ডাইরেক্টর (ল্যাব সার্ভিস) ডাঃ আহামদ রহিম, জেনারেল ম্যানেজার জনাব তালুকদার জিয়াউর রহমান শরীফ (এডমিনিস্ট্রেশন), ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব মোঃ হুমায়ুন কবীর  (এইচ আর), হেড অফ অপারেশন (ল্যাব) জনাব নায়ীমুর রহমান, হেড অফ মার্কেটিং জনাব জাহেদুল ইসলাম, এডমিন অফিসার সরফুদ্দীন আহমেদ, সিনিয়র অফিসার (মার্কেটিং) জনাব নেজাম উদ্দিন, মার্কেটিং অফিসার জনাব আব্দুস সোবহান, মার্কেটিং অফিসার জনাব সালমান।
    প্রকাশিত সোমবার ১২ ডিসেম্বর ২০২২