• সর্বশেষ আপডেট

    পাথরঘাটায় শাপলা ক্লিনিকে অপারেশন থিয়েটারে প্রসূতি নারীর মৃত্যু।।

     

    বরগুনার পাথরঘাটায় শাপলা ক্লিনিকে অপারেশন থিয়েটারে মারা গেলেন প্রসুতি এক নারী।

    আজ ১২ (সেপ্টেম্বর)  রোজ রবিবার বিকাল আনুমানিক ০৫ টার দিকে, বরগুনার পাথরঘাটা উপজেলার হাসপাতাল রোড, শাপলা ক্লিনিকে এক নারীর সিজার হয়। ডাক্তার মোঃ বশির আহমেদ, সিজার করে থাকেন। এসময় অপারেশন থিয়েটারে সিজার করার পরে স্ট্রোক করে মারা যান রুমা ২২ নামক এক নারী। রুমা একই উপজেলার কালমেঘা ইউনিয়নের,  কালিপুর গ্রামের জসিম মিয়ার স্ত্রী।  তবে রুমা মারা গেলেও বেচে রয়েছেন নবাগত শিশু সন্তানটি।

    এব্যপারে ক্লিনিক কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারক বলেন রুগী সুস্থ অবস্থাই সিজার করা হয়েছিল অথচ সিজার করা শেষ হলে,  রুগী স্ট্রোক করেন তারা আরও বলেন রুগীর পূর্বে একলামসিয়া রোগ ছিল যা রুগীর গার্জিয়ানরা বলেন নি যার কারনে অপারেশনের পরে স্ট্রোক করেন এবং সেখানেই মারা যান।

    কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ বশির আহমেদ বলেন রুগীর সিজার/অপারেশনে কোন প্রকার ত্রুটি ছিলোনা সিজার সুস্থ ভাবেই হয়েছে, কিন্তু সিজারের পরে রুগী স্ট্রোক করেন। তখন আমরা টিকমেন্ট করি কিন্তু দূর্ভাগ্য জনক রুগী মারা যান। তবে চিকিৎসা দেয়ায় আমাদের কোন গাফিলতি ছিলনা। 

    মৃত রুমার স্বামী/ তথা গার্জিয়ান পক্ষের কাছ থেকে এখন পর্যন্ত কোন প্রকার অভিযোগ পাওয়া যায়নি।
    প্রকাশিত সোমবার ১২ সেপ্টেম্বর ২০২২