• সদ্যপ্রাপ্ত সংবাদ

    শ্রীপুরে ছয় বছর পর তিন মামলার আসামি আটক!

      

    মোহাম্মদ তাজুল ইসলাম, গাজীপুরঃ গাজীপুরের শ্রীপুরে গ্রেফতারী পরোয়ানা নিয়ে তিন মামলার আসামি ছয় বছর পালিয়ে থাকার পর অবশেষে র‌্যাবের হাতে আটক! 

    আটককৃতের নাম মাহবুব রহমান বাবুল (৬৪)। কেওয়া পূর্ব খন্ড গ্রামের মৃত এমএ হামিদ এর ছেলে।

    রোববার (২৮ আগষ্ট) রাতে শ্রীপুর উপজেলার কেওয়া পূর্ব খন্ড গ্রাম থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে পৃথক তিনটি মাদক মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে।

    মাহবুব রহমান বাবুল এর আটকের বিষয়টি নিশ্চিত করছেন গাজীপুরের র‌্যাব-১ এর কোম্পানী কমান্ডার মেজর এএসএম মাঈদুল ইসলাম। 

    র‌্যাব-১ জানায়, আটককৃত বাবুল এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে তিনটি মাদক মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে। সে দীর্ঘ ছয় বছর ধরে ছদ্মবেশ  ধারণ করে আত্নগোপনে ছিলো।  

    রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর আভিযানিক দল উপজেলার কেওয়া পূর্ব খন্ড গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে শ্রীপুর থানায় সোপর্দ করে। 

    শ্রীপুর থানার পরিদর্শক মুহাম্মদ মনিরুজ্জামান জানান, আটককৃত মাহবুব রহমান বাবুলকে  আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
    প্রকাশিত সোমবার ২৯ আগস্ট ২০২২