• সর্বশেষ আপডেট

    পশুর বর্জ্য অপসারণে দক্ষিণ সিটির নিয়ন্ত্রণ কক্ষ


    কোরবানির পশুর বর্জ্য অপসারণে নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-ডিএসসিসি।

    শুক্রবার (৭ জুলাই) দক্ষিণ সিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নগর ভবনের শীতলক্ষ্যা হলে  নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষে ডিএসসিসির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ছাড়াও সব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন শিফটে দায়িত্ব পালন করবেন।’


    ‘কোরবানির পরবর্তী বর্জ্য অপসারণ সংক্রান্ত তথ্য নিয়ন্ত্রণ কক্ষে অবহিত করতে দক্ষিণ সিটি  এলাকায় বসবাসরত নাগরিকদের অনুরোধ করা যাচ্ছে।’ নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর ০১৭০৯৯০০৮৮৮ ও ০ ২২২৩৩৮৬০১৪।


    ডিএসসিসির বিজ্ঞপ্তিতে আরও  বলা হয়, ‘কোরবানির পশুর বর্জ্য অপসারণের বিষয়ে নাগরিকদের যেকোনও অভিযোগের দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

    এছাড়া নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে কোরবানির পশুর হাটগুলোতে সৃষ্ট বর্জ্য অপসারণ কাজে সম্পৃক্ত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সমন্বয়, প্রতিটি হাট থেকে সংগৃহীত ও অপসারিত বর্জ্যের পরিমাণ রেকর্ড করা হবে বলে জানিয়েছে ডিএসসিসি।

    প্রকাশিত: শুক্রবার ৮ জুলাই ২০২২