• সর্বশেষ আপডেট

    স্টেশনে তরুণীকে হেনস্তা: গ্রেফতার মার্জিয়ার ৩ দিনের রিমান্ড



    নরসিংদী রেল স্টেশনে তরুণীকে হেনস্তার ঘটনায় গ্রেফতার মার্জিয়া আক্তারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৩০ মে) সন্ধ্যায় রেলওয়ের ভৈরব থানা পুলিশ মার্জিয়াকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে।

    পরে নরসিংদীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক (প্রথম আদালত) দেলোয়ার হোসেন তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    যেভাবে গ্রেফতার হলেন তরুণীকে হেনস্তাকারী মার্জিয়া
    ভৈরব রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। 

    এরআগে, ঘটনার ১২ দিন পর রবিবার (২৯ মে) দিবাগত রাত ৩টায় শিবপুর উপজেলার এক আত্মীয়ের বাসা থেকে মার্জিয়াকে গ্রেফতার করে র‌্যাব। মার্জিয়া আক্তার পেশায় একজন ঘটক। তিনি শহরের উপজেলা মোড়ের একটি বাড়ির ভাড়াটিয়া ফয়েজ আহমেদের স্ত্রী। 

    প্রকাশিত: সোমবার ৩০ মে ২০২২