Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  হাক্কানী গ্রুপের সাথে এপিক হেলথ কেয়ারের সেবা চুক্তি সম্পন্ন

    

  চট্টগ্রামে একমাত্র আইএসও: ১৫১৮৯ এক্রিডিটেসন সনদ প্রাপ্ত ডায়াগনস্টিক সেবা দানকারী প্রতিষ্ঠান এপিক হেলথ কেয়ারের সাথে স্বাস্থ্যসেবা সংক্রান্ত কর্পোরেট চুক্তি স্বাক্ষর করেছে হাক্কানী গ্রুপ।


  গত ৫ ডিসেম্বর, ২০২১ এপিক হেলথ কেয়ারের কনফারেন্স রুমে এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

  এপিক হেলথ কেয়ার এর ডিরেক্টর অপারেশন এন্ড সিওও ডাঃ এনামুল হক ও হাক্কানী গ্রুপের ম্যানেজার কমার্শিয়াল সাইফুল ইসলাম প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

  উক্ত অনুষ্ঠানে হাক্কানী গ্রুপের পক্ষে কিবরিয়া ভুঁইয়া,ম্যানেজার এইস আর এডমিন, সিনিয়র এক্সিকিউটিভ মাজহারুল ইসলাম ও এপিক হেলথ কেয়ার লি: এর পক্ষে, এক্সিকিউটিভ ডাইরেক্টর সেলস এন্ড মার্কেটিং টি.এম. হান্নান, এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কর্পোরেট বিজনেস এন্ড ব্র্যান্ড ম্যানেজমেন্ট জহির রায়হান, সিনিয়র অফিসার-কর্পোরেট বিজনেস এন্ড ব্র্যান্ড ম্যানেজমেন্ট রুমাত মোস্তাকিম ও সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

  এই চুক্তির ফলে হাক্কানী গ্রুপের সকল রোগী, সকল কর্মকর্তা-কর্মচারীগণ ও তাদের পরিবার এপিক হেলথ কেয়ারের বিশেষ কর্পোরেট সুবিধা লাভ করবেন।

  প্রকাশিত: সোমবার ০৬ ডিসেম্বর ২০২১

  Post Top Ad

  Post Bottom Ad