Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  ট্রেন-বাস-সিএনজি সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ নিহত ৩

    


  এম এ মেহেদিঃ চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন ঝাউতলায় রেল ক্রসিংয়ে ট্রেন-বাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন।

  শনিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা  হলেন– নোয়াখালীর ফয়জুর রহমানের ছেলে পুলিশ সদস্য মনিরুল ইসলাম (৪০) এবং চট্টগ্রামের ফটিকছড়ির ডালি কনস্ট্রাকশনের প্রকৌশলী বাহাউদ্দিন সোহাগ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাতরাজ শাহীন (১৯) নামে আহত এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

  সে পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী ছিল।


  আহতরা হলেন– জমিরউদ্দিন (৪০), শহীদুল ইসলাম (৪০), জয়নাল (২৬), জোবাইদা (২০), আদনান (৭) ও মোহাম্মদ (১০)।

  চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশের ওসি  জানান, সকালে রেলক্রসিং পার হওয়ার সময় ডেমু ট্রেনের সঙ্গে বাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর সেখানে আরও একজনের মৃত্যু হয়।


  প্রকাশিত: শনিবার ০৪ ডিসেম্বর ২০২১

  Post Top Ad

  Post Bottom Ad