• সর্বশেষ আপডেট

    বেসিনে এখন হাত ধোয় না কেউ

     

    হাত ধোয়ার বেসিনে জমে আছে ময়লা পানি। এক দেখাতেই বুঝা যায় ব্যবহার করেন না কেউই। তবে শুরুতে দৃশ্যটা এমন ছিলনা। তবে বর্তমানে এই হাত ধোয়ার বেসিনের ব্যবহার অনেক অঞ্চলেই যে একেবারেই কমে গেছে এমন দৃশ্যেরও দেখা মিলে।

    হাকিমপুর উপজেলার ডাকবাংলোর গেটের ভিতরের হাত ধোয়ার বেসিনে জমে আছে ময়লা পানি। ব্যবহারও করেন না কেউ। কিন্তু ভারত থেকে পাসপোর্ট যাত্রীদের জন্য এই বেসিনের ব্যবস্থা করেছেন হাকিমপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। দেশে করোনা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না এলেও এসব বেসিনের ব্যবহার কমে গেছে। হাত ধোয়ার উপকরণও রাখা হয় না বেসিনগুলোতে।


    এ নিয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-আলম জানান, বেসিনগুলো নির্মাণ করার পর প্রতিটি বেসিনের বিপরীতে কিছু সাবান সংশ্লিষ্ঠ অফিসগুলোতে দেওয়া হয়। বেসিনে নিয়মিত সাবান রাখা হয়। কিন্তু সাবান চুরি হয়ে যায়। আবার কোথাও সাবান থাকলেও মানুষের মধ্যে এখন আর হাত ধোয়ার আগ্রহ নেই। তবে আমাদের পক্ষ থেকে সব সময় মানুষকে সচেতন করে যাচ্ছি। এ বিষয়ে খুব জরুরী ব্যবস্থা গ্রহন করা হবে।

    প্রকাশিত: বৃহস্পতিবার ২২ জুলাই, ২০২১