• সর্বশেষ আপডেট

    আকবরশাহ বিশ্ব কলোনি ডাকাতির প্রস্তুতিকালে আটক-৪ অস্ত্র উদ্ধার!

     

    চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি বি-ব্লক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে গোলাম আলী শাহ কবরস্থান লেইন জানাযার মাঠ এর দক্ষিণ-পূর্ব কোণে অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতি কালে ৪ ডাকাতকে আটক করা হয়েছে। এসময় আটককৃতদের দেহ তল্লাশী করে দেশীয় তৈরি ১টি ফোল্ডিং টিপ ছোরা, ১টি বাঁকানো রাম দা, ১টি লোহার তৈরী চেনা, ও ০১টি
    কিরিচ উদ্ধার করা হয়।

     অভিযানের টের পেয়ে কয়েকজন ডাকাত পালিয়ে গেলেও ৪ ডাকাতকে আটক করতে সক্ষম হয় আকবরশাহ থানা পুলিশ।

    আটকৃতরা হল,  বিশ্বকলোনী, মধ্যম জানারখিল, বি-ব্লক, কালনের ভাড়াটিয়া মোঃ মজনু শেখের ছেলে রাকিবুল হাসান জাহিদ (২১) । বিশ্বকলোনী, বি-ব্লক, প্লট নং-১০৯/১১০,
    মা মঞ্জি্ল নিবাসী, মৃত মফিজুলের ছেলে মোঃ মাহফুজ (১৯),। আকবরশাহ থানাধীন নিউ মনসুরাবাদ, ছড়ারপাড়, আব্দুস সালাম এর ভাড়াটিয়া, মৃত মোঃ আলমগীর ও সৎপিতা-মোঃ সাগরের পুত্র মোঃ সুজন (২১)। এবং জানারখিল, গোলাম শাহ মাজার সংলগ্ন, জমিরের ভাড়াটিয়া, জাহেদুল ইসলাম তানজিত প্রঃ প্যাকেজ জাহেদ (২০)।

    এবিষয়ে আকবরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জহির হোসেন জানান, আসামীরা সংঘবদ্ধ ডাক্তাত চক্রের সদস্য। আসামীরা ছিনতাই সহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত রয়েছে। তারা রাতের অন্ধকারে পথচারীদের অস্ত্রশস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল সহ বিভিন্ন জিনিস ছিনিয়ে নেয়। ১ নম্বর আসামী রাকিবুল হাসান জাহিদ এর বিরুদ্ধে আকবরশায় থানায় ৩টি মামলা রয়েছে এবং অপর আসামী মোঃ মাহফুজ এর বিরুদ্ধে ১টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এছাড়া পলাতক অপর আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

    প্রকাশিত: শুক্রবার ২৩ জুলাই, ২০২১